http://go.ad2upapp.com/afu.php?id=1100697 Social media

Sunday, November 27, 2022

কম্পিটার চালু করার প্রসঙ্গে

 কম্পিউটারের মূল অংশ চারটি । যথাঃ 

১) মনিটর ।

২) সি পি ইউ ।

৩) কি-বোর্ড । 

৪) মাউস ।

কম্পিউটার চালু


কম্পিউটার চালু করতে ১মে মনিটরের পাওয়ার কেবল,ভি জি এ কেবল সঠিকভাবে সেট আছে কি না তা চেক করতে হবে তারপর সি পি ইউ পাওয়ার ক্যাবল,ভি জি এ ক্যাবল ,মাউস এবং কি-বোর্ডের পাওয়ার ক্যাবল সঠিক ভাবে সেট আছে কি না তা চেক করে সুইচ বোর্ডে মনিটরের পাওয়ার পিন এবং সি পি ইউ এর পাওয়ার পিন সেট করে সুইচ দিয়ে সি পি ইউ এর পাওয়ার বাটন একটা ক্লিক করতে হবে। কম্পিউটার অন হয়ে যারে এবং স্ক্রিনে কাজ দেখা যাবে।

Sunday, May 19, 2019

কীভাবে নেটওয়ার্ক গঠিত হয়?


একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে বা নেটওয়ার্কিং করতে মূলত নোড গুলোকে একটি লিঙ্কে কানেক্টেড করা প্রয়োজনীয় আজকের দিনে অফিস ইউজে এবং হোম ইউজে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে নেটওয়ার্কে ডিভাইজ গুলোকে কানেক্টেড করানো একটি জনপ্রিয় মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে কিন্তু এখনো অনেক অফিসে বা বড় বড় নেটওয়ার্কে তার ব্যবহার করা হয় কেনোনা তার বা ফাইবার অপটিক ক্যাবল ওয়্যারলেস প্রযুক্তি থেকে অনেকবেশি দ্রুততর এবং সুরক্ষিত

আপনার কম্পিউটারকে আরেকটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত করাতে প্রথমত কি প্রয়োজনীয়? নেটওয়ার্কে থাকা প্রত্যেকটি নোডের একটি বিশেষ সার্কিট থাকা প্রয়োজনীয়, যেটাকে নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি বলা হয় আজকের দিনের নতুন কম্পিউটার বা ল্যাপটপ গুলোতে নেটওয়ার্ক কার্ড বিল্ডইন ভাবে থাকে কিন্তু আপনার কম্পিউটারটি যদি পুরাতন হয়ে থাকে, আপনাকে এতে আলাদা করে একটি নেটওয়ার্ক কার্ড লাগিয়ে নিতে হবে যাতে এটি নেটওয়ার্কে থাকা অন্য কম্পিউটার গুলোর সাথে কানেক্টেড হতে পারে প্রত্যেকটি নেটওয়ার্ক কার্ডের সাথে একটি ইউনিক আলাদা কোড নাম্বার থাকে যাতে সেই কার্ডটিকে আলাদাভাবে চেনা যায় আর এই নাম্বারকে ম্যাক অ্যাড্রেস (MAC) বা মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল অ্যাড্রেস (Media Access Control) বলে ম্যাক অ্যাড্রেসকে ফোন নাম্বারের সাথে তুলনা করতে পারেন আমরা কোন নাম্বারে এসএমএস পাঠানোর জন্য যেমন ম্যাসেজ টাইপ করে সেই নাম্বারে পাঠিয়ে দেই, ঠিক তেমনি নেটওয়ার্কে থাকা কোন কম্পিউটার আরেকটি কম্পিউটারকে কোন ম্যাসেজ পাঠাতে চাইলে সেটা তার ম্যাক অ্যাড্রেস বনাম পাঠিয়ে দেয় তাছাড়া ম্যাকের মাধ্যমে নেটওয়ার্কে থাকা কোন ডিভাইজের কোন ফাইল অ্যাক্সেস করার পারমিশন রয়েছে তা নিশ্চিত করা যায় ধরুন আমি রাউটারে কোন নির্দিষ্ট ডিভাইজের ম্যাক হোয়াইট লিস্ট করে রাখলাম, তাহলে শুধু ডিভাইজটিই আমার নেটওয়ার্কে কানেক্টেড হতে পারবে অন্যান্য ডিভাইজ যখন কানেক্ট হতে চাইবে তার ম্যাক চেক করা হবে এবং ম্যাচ না করলে কানেকশন প্রদান করা হবেনা এভাবে হ্যাকার বা নেটওয়ার্ককে অপরিচিত ডিভাইজ কানেক্ট হওয়া থেকে বাঁচা যেতে পারে