http://go.ad2upapp.com/afu.php?id=1100697 Social media: কম্পিউটার
Showing posts with label কম্পিউটার. Show all posts
Showing posts with label কম্পিউটার. Show all posts

Sunday, November 27, 2022

কম্পিটার চালু করার প্রসঙ্গে

 কম্পিউটারের মূল অংশ চারটি । যথাঃ 

১) মনিটর ।

২) সি পি ইউ ।

৩) কি-বোর্ড । 

৪) মাউস ।

কম্পিউটার চালু


কম্পিউটার চালু করতে ১মে মনিটরের পাওয়ার কেবল,ভি জি এ কেবল সঠিকভাবে সেট আছে কি না তা চেক করতে হবে তারপর সি পি ইউ পাওয়ার ক্যাবল,ভি জি এ ক্যাবল ,মাউস এবং কি-বোর্ডের পাওয়ার ক্যাবল সঠিক ভাবে সেট আছে কি না তা চেক করে সুইচ বোর্ডে মনিটরের পাওয়ার পিন এবং সি পি ইউ এর পাওয়ার পিন সেট করে সুইচ দিয়ে সি পি ইউ এর পাওয়ার বাটন একটা ক্লিক করতে হবে। কম্পিউটার অন হয়ে যারে এবং স্ক্রিনে কাজ দেখা যাবে।

Sunday, May 19, 2019

কম্পিউটার নেটওয়ার্ক কি?


                একদম সহজ ভাষায় বলতে, কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এর অস্তিত্ব সেখানেই রয়েছে, যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড হয়ে ডাটা এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে আপনার সিঙ্গেল কম্পিউটার মেশিনটি এমনিতেই অনেক পাওয়ারফুল ডিভাইজ কিন্তু এর সাথে আরো কম্পিউটার বা যন্ত্রানুষঙ্গ (যেমন- মোডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি) যুক্ত করার মাধ্যমে আপনার মেশিনটি থেকে আরো বেশি কিছু করানো সম্ভব কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার গুলো তার, ফাইবার অপটিক ক্যাবল, অথবা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে কানেক্টেড থাকে যাতে বিভিন্ন আলাদা ডিভাইজ (নোড) গুলো একে অপরের সাথে কথা বলতে পারে মানুষের চাহিদা অনুসারে আমরা কম্পিউটার নেটওয়ার্ক কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগিয়ে থাকি