কম্পিউটারের মূল অংশ চারটি । যথাঃ
১) মনিটর ।
২) সি পি ইউ ।
৩) কি-বোর্ড ।
৪) মাউস ।
![]() |
কম্পিউটার চালু |
কম্পিউটার চালু করতে ১মে মনিটরের পাওয়ার কেবল,ভি জি এ কেবল সঠিকভাবে সেট আছে কি না তা চেক করতে হবে তারপর সি পি ইউ পাওয়ার ক্যাবল,ভি জি এ ক্যাবল ,মাউস এবং কি-বোর্ডের পাওয়ার ক্যাবল সঠিক ভাবে সেট আছে কি না তা চেক করে সুইচ বোর্ডে মনিটরের পাওয়ার পিন এবং সি পি ইউ এর পাওয়ার পিন সেট করে সুইচ দিয়ে সি পি ইউ এর পাওয়ার বাটন একটা ক্লিক করতে হবে। কম্পিউটার অন হয়ে যারে এবং স্ক্রিনে কাজ দেখা যাবে।