একদম
সহজ ভাষায় বলতে, কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং এর
অস্তিত্ব সেখানেই রয়েছে, যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে
কানেক্টেড হয়ে ডাটা এবং
হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করে। আপনার
সিঙ্গেল কম্পিউটার মেশিনটি এমনিতেই অনেক পাওয়ারফুল ডিভাইজ
কিন্তু এর সাথে আরো
কম্পিউটার বা যন্ত্রানুষঙ্গ (যেমন-
মোডেম, প্রিন্টার, স্ক্যানার, রাউটার ইত্যাদি) যুক্ত করার মাধ্যমে আপনার
মেশিনটি থেকে আরো বেশি
কিছু করানো সম্ভব। কম্পিউটার
নেটওয়ার্কে কম্পিউটার গুলো তার, ফাইবার
অপটিক ক্যাবল, অথবা ওয়্যারলেস প্রযুক্তির
মাধ্যমে কানেক্টেড থাকে যাতে বিভিন্ন
আলাদা ডিভাইজ (নোড) গুলো একে
অপরের সাথে কথা বলতে
পারে। মানুষের
চাহিদা অনুসারে আমরা কম্পিউটার নেটওয়ার্ক
কে বিভিন্ন সময় বিভিন্ন কাজে
লাগিয়ে থাকি।
No comments:
Post a Comment